Welcome - আইডিয়াল স্কুল এন্ড কলেজ

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

প্রধান শিক্ষকের বাণী 
একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার প্রথম সোপান হলো শিক্ষা। সু-শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা আর নৈতিক গুণের সমন্বয়েই গড়ে ওঠে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সু-নাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশ প্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। তাই আমরাও আগামীর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে আধুনিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা এবং মেধা ও মননের সাহসী অঙ্গিকারে দন্ডায়মান জাতি গঠনের ইস্পাত কঠিন শপথ নিয়ে “সুপ্ত মেধা বিকাশে অঙ্গীকারাবদ্ধ” স্লোগানকে সামনে রেখে গাজিরচট এর প্রাণ কেন্দ্রে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছি “আইডিয়াল স্কুল এন্ড কলেজ”। হাঁটি হাঁটি পা পা করে স্বপ্নের সিঁড়ি বেয়ে সফলতার ৪র্থ বছরে পদার্পণ করেছে। প্রকৃত পক্ষে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবেই নয়, একজন শিক্ষার্থীর অন্তকরণে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগরিত করে তোলার স্বপ্ন দেখানোর পাশাপাশি স্বপ্ন পূরণ এবং বাস্তবায়নের বিশ্বস্ত সাথী হিসেবে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বেঁচে থাকতে চাই। সম্মানিত সচেতেন অভিভাবক আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি  এই জ্ঞান বিতরণ কেন্দ্রে। আসুন, দেখুন এবং যাচাই করুন। 

আমাদের প্রতিষ্ঠানে আপনার কোমলমতি সন্তানকে আদর্শিক, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী এবং আলোক উজ্জ্বল মানুষ হিসেবে গড়ে তুলতে সুযোগ চাই। 

আমাদের বিশ্বাস, মহান মালিকের একান্ত করুণা আর আপনাদের আন্তরিকতা, ভালবাসা, সু-পরামর্শ এবং সার্বিক  সহযোগীতা পেলে এই শিক্ষঅ প্রতিষ্ঠান কাঙ্খিত স্বপ্ন পূরণের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে ইনশা-আল্লাহ।